Garh Dharmapal, Garher Hat, Joldhaka, Nilphamari
আজ কোন রূপকথার গল্প কিংবা আদর স্নেহা ফাউন্ডেশনের কোন সামাজিক কার্যক্রমের চিত্র নিয়ে নয় আজ এসেছি একটি অসহায় পরিবারের আর্তনাদের কথা শেয়ার করতে এবং একটি মানবিক সাহায্যের আবেদন নিয়ে।
আজ থেকে ৬ মাস আগে যারা আদর স্নেহা ফাউন্ডেশন এর অফিসিয়াল ফেসবুক পাতায় যুক্ত থেকে চোখ রেখেছিলেন তারা হয়তো অনেকেই জানবেন নীলফামারী জেলার জলঢাকা উপজেলার ধর্মপাল ইউনিয়নের পায়রাবন্দ গ্রামের বাসিন্দা এই গুরুদাস রায়ের কথা।
উল্লেখ্যঃ ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে অটো ও নসিমনের একটি ভয়াবহ দূর্ঘটনা কেরে নেয় তার জীবনের স্বাভাবিক গতি এবং পায়ের একটা বড় অংশ জুরে সৃষ্টি হয় ক্ষত। ফলে ৩ জায়গায় করা হয় প্লাস্টার। ডাক্তারের ভাষ্যমতে উনার চিকিৎসা ব্যয় মোটামুটি ৬ লক্ষ টাকার মতো। কিম্তু দুঃখজনক হলেও সত্যি যে অর্থের অভাবে থমকে আছে তার তৃতীয় অপারেশনটি।
স্ত্রী, সন্তান ও মা মিলে মোট ৬ সদস্যের একটি অস্বচ্ছল পরিবারের এক মাত্র চালক এই গুরুদাস রায়। তারমানে বুঝতেই পারতেছেন যেখানে তাদের কোন মতে দুই বেলা খেয়ে কাটাতে হচ্ছে দিনের পর দিন সেখানে ৬ লক্ষ টাকার মতো একটা বিগ এমাউন্ট বহন করা কতটা কষ্টকর।
তাই এমতাবস্থায়, আমরা আদর স্নেহা ফাউন্ডেশন দেশ এবং দেশের বাহিরের সকল দাতাগণের দৃষ্টি আকর্ষণ করে বলছি, প্লিজ আপনারা যে যার জায়গা থেকে সাধ্যমতো ১০/২০/৫০/১০০/১০০০/২০০০ যা পারেন তাই দিয়ে এগিয়ে আসুন সহযোগিতার হাত বাড়িয়ে এই অসহায় পরিবারটির মুখে হাসি ফোঁটাতে। কেননা এই শহরে অস্বচ্ছল মানুষরের চেয়ে স্বচ্ছল মানুষের সংখ্যা অনেক বেশি এবং আমরা বিশ্বাস করি এই সমাজে এখনো মানবতা বেঁচে আছে, যার সাক্ষী আমরা আদর স্নেহা ফাউন্ডেশন নিজেই।
আসুন আমরা যারা এই সমাজের বৃত্তবান শ্রেণির মানুষ আছি তারা প্রত্যেকেই ভিডিওটির নিচে থাকা বিকাশ নম্বরটির মাধ্যমে কিংবা সরাসরি এসে সহযোগিতার হাত বাড়িয়ে দেই।
`01761217621
RocketN/A
NagodN/A
BankAccountN/A